বিশ্ব ভালোবাসা দিবস
--মহাদেব দাশ


৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও প্রথম ১৪ ই ফেব্রু: তারিখে
ভ্যালেন্টাইন দিবস ঘোষনা করেন।
দিবসের চেতনা বিনষ্ট হওয়াই ১৯৭৬ সালে ফ্রান্স সরকার
ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করেন।
পাশ্চাত্য সংস্কুতি ও নিজস্ব সংস্কুতির মিশ্রনে বাংলাদেশে
বিশ^ ভালোবাসা দিবস পালিত হয়
দেশের অধুনা তরুন সমাজ ভিন্নভাবে সেন্ট ভ্যালেন্টাইন ডে
উদযাপনে উৎসাহিত হয়।
অনেকেরই ধারনা, আজকের দিনটি শুধুই প্রেমিক যুগলের,
তারা গাইবে ভালোবাসার গান
বসন্তের ঝিরিঝিরি বাতাসে হারিয়ে যাবে প্রেমিক প্রেমিকারা
বলবে-’ভালোবাসা ঈশ^রের দান’।
শুধু তরুনরাই নয়, সকল মানুষেরই বহুমাত্রিক ভালোবাসার
রূপ প্রকাশের দিন আজ
শুধু প্রেমিক প্রেমিকাই নয়, মা বাবা, ছেলে মেয়ে, সবাইকে
ভালোবাস, তবে ফেলে নয় কাজ।
সত্যিকার অর্থে- ভালোবাসার নেই কোন সীমানা, নেই কোন দিন
ভালোবাসা আছে, থাকবে চিরদিন
ফাগুনের এই আনন্দে- মানুষ থেকে মানুষ, প্রজন্ম থেকে প্রজন্ম
বিশ্বমানবতা হোক অমলিন।
১৪/০২/২০২১ ইং