বিষন্নতা
--মহাদেব দাশ


যদি তোমার জীবনে নেমে আসে বিষন্নতা
অবসাদে ক্লান্তিতে পেয়ে বসবে দৈন্যতা।
মানসিক ক্লান্তিতে ভরবে মন, বেড়ে যাবে একাকিত্ব
আপন মানুষ পর হয়ে যাবে, বেড়ে যাবে দুরত্ব।
বিষন্নতা কাটাতে প্রকৃতিই দিতে পারে সমাধান
শারিরিক মানসিক সমস্যার মুক্তি প্রকৃতিতে বিরাজমান।
মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায় একমাত্র প্রকৃতি
স্মৃতিশক্তি ফিরে পেয়ে ঘটবে শারিরিক ও মানসিক উন্নতি।
বিষন্নতা কুরে কুরে খায় নিজের মন
আস্তে আস্তে পেয়ে বসে ছন্নছাড়া জীবন।
০৫/০১/২০২১ ইং