বৃষ্টিতে ভেজা
-মহাদেব দাশ
বৃষ্টিতে ভিজে লাভ কি? তোমাকে পাশে না পেলে
বৃষ্টি হয়ে লাভ কি ? প্রকৃতি সতেজ না হলে।
ঝমঝমিয়ে আসবে বৃষ্টি, তুমি থাকবে মোর পাশে
ভিজবো তোমার সাথে, উষ্ণ ছোয়ার আবেশে।
মনের দুয়ারে চোখের কিনারে তুমি আছো অন্তরে
বৃষ্টি ভেজা মন, ভিজবো সারাক্ষণ, অনুকম্পা গভীরে।
ঝমঝম বৃষ্টিতে ভিজবে মন, ভিজবে তোমার কেশ
বৃষ্টির সাথে করবো আলিঙ্গন, মোহনীয় আবেশ।
বৃষ্টি মানেই মনের আনন্দ, আবেগ, অনুভুতির ছোঁয়া
তুমি বিনেই সবকিছু অন্ধকার, কালো কালো ধোয়া।
বৃষ্টি মানেই একটু অন্যরকম, প্রেমের আবহাওয়া
শাপলা বিলে তুমি আর আমি মিলে, একাকি চাওয়া।
আজ বৃষ্টির সাথে মিশে গেছে চোখের নোনাজল
বৃষ্টিবিলাস নয়, মিথ্যে অভিনয়, সবই তোমার ছল।
১৬/০৮/২০২৩ ইং