বুড়ো বয়সের ভালোবাসা
--মহাদেব দাশ
কখনো বয়স হিসেব করে ভালোবাসা হয় না
সবসময় স্থান কাল পাত্রও বিবেচনা করে না।
বৃদ্ধ বয়সে অনেকের মন হয় অস্থির ও চঞ্চল
একাকিত্ব বিষন্নতা এসে মন করে ছল ছল।
দু’জনের মধ্যে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায়
বয়স বাড়ার সাথে ভালোবাসার রূপ বদল হয়।
বুড়ো বয়সে নানান রোগেশোকে হয় আক্রান্ত
সঙ্গী/সঙ্গীনিকে কাছে পেতে করে নানা চক্রান্ত।
বৃদ্ধাবস্থায় দাম্পত্য বা বন্ধুত্বের সম্পর্ক অটুট হয়
জীবন সঙ্গিনীর সাথে সময় বেশী কাটাতে চায়।
ভালোবাসা কখনো জাত ধর্ম বর্ণ কিছুই মানে না
’বুড়ো বয়সের ভিমরতি’ অনেকেরই জানতে মানা।
২৭/০৬/২০২১ ইং