চোখের আড়ালে
-মহাদেব দাশ
চোখের আড়াল হলে পরে মনের আড়াল হয়
মনের আড়াল হলে পরে আপন পর হয়ে যায়।
সত্যি তোমার মনের ভিতর লুকিয়ে থাকে কেউ
সারাক্ষণ ছায়ার মত তোমার পাশে আছে সেও।
চোখের আড়াল- সবসময়ে মনের আড়াল নয়
মন থেকে অনুভব না করলে- মনের আড়াল হয়।
একটুখানি আড়াল হলে- সম্পর্ক বিলীন হয় না
একটুখানি আড়াল হলে-প্রেমের ইতিহাস হতো না।
ছল করে চোখের আড়ালে লুকিয়ে আছো তুিম
এ শাস্তি নাকি মজা, কোনটাই জানিনা আমি।
লুকোচুরি খেলো যদি তবে- চিরকাল নাহি রবে
অনুভবে তুমি, অন্তরে তুমিই একমাত্র-এই ভবে।
তুমি যদি আমার চোখের সামনে, থাকতে সারাক্ষণ
না থাকার বেদনা, হয়ত বুঝতে পারতাম না, বিলক্ষণ।
হয়তবা, একদিন চিরতরে চোখের আড়ালে যাবো চলে
ক্ষোভে লজ্জায় দুঃখে সেদিন তুমিই মুখ লুকাবে ছলে।
০৭/০৩/২০২৪ ইং