।। দু’দিনের এই খেলাঘরে ।।
-মহাদেব দাশ
দু’দিনের এই খেলাঘরে
কেউ কারো নয় রে।
ভবের খেলা শেষ হলে
চলে যেতে হবে রে।।
আসছি একা, যাবো একা
সংগের সাথী কেউ নাই।
আসার সিরিয়াল আছে রে ভাই
কিন্তু যাবার সিরিয়াল নাই।।
স্ত্রী পুত্র ভাই বন্ধু, যতই বলো
কেউ আপন নয়।।
ভালো কাজের ভাগ চাইবে,
মন্দ কাজের নয়।।
মিছে মায়ায় ঘুরে বেড়ায়
আপন আপন বলি ভাই।
মুসলিম হলে কবরে, হিন্দু হলে
চিতায় পুড়ে ছাই।।
শেষ বিচারের দিনে তুমি
হবে প্রধান আসামী।
তুমি-কি করতে, কি করছো
তা দেখছেন অর্ন্তযামী।
কাঠগড়াতেই হিসেব নিকেশ
করবেন বিচারক।
ভবের মাঝে ভালো কাজ
হবে তোমার সহায়ক।।
১০/০৯/২০২২ ইং