ইংরাজি নববর্ষ
-মহাদেব দাশ
আনন্দ মজা করে ইংরেজি নববর্ষ মোরা পালন করি
হৈ হুল্লুড় নাচ গান খাওয়া-দাওয়া কতকিছুই না করি।
ইংরেজি নববর্ষের ইতিহাস আমরা কতজনই বা জানি
থার্টি ফাষ্ট নাইটে মজা করি, কখনো জানার চেষ্টা করিনি।
প্রথমে অমাবস্যা-পূর্ণিমা ইত্যাদি বিচার করে চলতো বছর
চাঁদের কথা মাথায় রেখে প্রথম গননা হলো বর্ষ বা বছর।
খৃষ্টপূর্ব ২০০০ অব্দে ইংরেজি নতুন বছর উদযাপন শুরু
ইরাকের লোকেরা নতুন বছর উদযাপন শুরু করার গুরু।
১৫৮২ সালে যীশু খৃষ্টের জন্মের পর ক্যালেন্ডার হয় সংস্কার
আনুষ্ঠানিকভাবে পালন শুরু হয় ১৯ শতকে নিউ ইয়ার।
নতুন বছরের আগমনে বিশ্বের সকল দেশে চলে উৎসব
মানবজাতি মহা-আনন্দে মেতে উঠে,ধণী গরিব যত সব।
বর্ষ বরণে চলে খাওয়া-দাওয়া, নাচগান, আলোর রোশনাই
বছরকে স্বাগত জানিয়ে প্রিয়জনকে উপহার দিতে ভুলি নাই।
৩১/১২/২০২৩ ইং