একাকিত্ব
-মহাদেব দাশ
মানুষ সামাজিক জীব, সঙ্গ তার জীবনে চাই-ই-চাই
সুখ দুঃখ একে অন্যের সাথে ভাগ করতে নিতে চাই।
মানুষ অন্যের সঙ্গ পেতে চাই, না পেলে নিঃসঙ্গতা
নিঃসঙ্গতা মানুষকে কুরে কুরে খায়, এটা বাস্তবতা।
সঙ্গ মানুষের একটি অন্যতম মানসিক চাহিদা, অধিকার
সঙ্গের অভাবকেই বলে নিঃসংগতা, সঙ্গী বড়ই দরকার।
একাকিত্ব মানে ফেরারি জীবন, একা মানে বোকা
মানুষকে পীড়া দেয়, জীবনে পদে পদে খায় ধোকা।
একাকিত্ব বড়ই ভয়াবহ, তিলে তিলে শেষ হয় জীবন
সঙ্গী ছাড়া এ পৃথিবীতে একা, অন্ধকার এই ভুবন।
নিঃসঙ্গতা একটি আবেগের অপ্রীতিকর অভিঞ্জতা
বুদ্ধিজীবি, অতিরিক্ত মাত্রায় ইগো থাকার বাস্তবতা।
মানুষকে অসুখী করে তোলে. বাড়ায় উচ্চ রক্তচাপ
কমে রোগ প্রতিরোধ ক্ষমতা, কমে জীবনের প্রতিটি ধাপ।
মাঝে মধ্যে একাকিত্ব নতুন কিছু তৈরী করে, তাই সুন্দর
যারা একাকিত্ব থাকে, তারা জানে- এটা কত ভয়ংকর।
কখনো কখনো অসৎ মানুষের চেয়ে একাকিত্ব থাকা ভালো
বিছিন্নতার অনুভুতি সৃষ্টি করে, জীবনে থাকে না কোন আলো।
অনেকে বলেন- আসছি একা, যাবো একা. সঙ্গীর কিবা প্রয়োজন
বাঁচতে হলে সঙ্গী চাই, সঙ্গী ছাড়া উপায় নাই, লাগেনা আয়োজন।
২৫/১২/২০২৩ ইং