একটুখানি শান্তির খোঁজে
-মহাদেব দাশ
কবি বলেছেন-
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে যত সুখ আমার বিশ্বাস।
শান্তির মা নাকি মরে গেছে ১৯৫৩ সালে
কোথা গেলে পাবো সুখ, খুঁজি তাল-বেতালে।
সুখ শব্দটি বড়ই আপেক্ষিক- দেখা মেলা ভার
সুখের সাখে যোগাযোগের জন্য নেই কোন তার।
রোগ শোক আর মনে যদি থাকে দুঃখ বেদনা
কোথাও মেলে না সুখ, সইতে হবে যাতনা।
গাড়ী বাড়ী ধন সম্পত্তি যতই থাকুক না কেন
এ গুলোতে সুখ আসে না, ভালো করে জেন।
মনের সুখ আসল সুখ, অট্টালিকা কি বা প্রয়োজন
প্রকৃত সুখ খুঁজতে হলে লাগে না কোন আয়োজন।
মায়ের কোলে শিশুর শান্তি, নিরাপদ আশ্রয়
স্বামীর বুকে স্ত্রীর শান্তি, যদি মেলে ঠায়।
অশান্তির দাবানল, ভিতরে দাউ দাউ করে জ্বলে
প্রেম ভালোবাসা, বিশ্বাস থাকলে-শান্তি মেলে।
পারস্পারিক হিংসা বিদ্বেস ঘৃণা যদি করো দুর
অস্বস্তির উৎস দুরে যাবে, বাজবে সুখের সুর।
২২/০৩/২০২৪ ইং