এলোকেশি চুলে
--মহাদেব দাশ
এলোকেশি চুলে কেশবতী কন্যা
দেখেছি তোমার ঐ রূপের বন্যা।
চুল ছাড়াই মানুষ, একেবারেই শ্রীহীন
চুল বিনে কন্যার রূপ সৌন্দয্য বিহিন।
চুল মহিলার সর্বাধিক সমৃদ্ধশালী অলংকার
কেশ বিনে কন্যা, তোমার কিসের অহংকার।
অর্ধেক বেশ হলো নারীর, কেশবতী কেশ
তাই- চুল বাধা নয়, খোলা থাকলেই বেশ।
চুলের আসল রূপ লুকিয়ে থাকে খোলা চুলে
¯িœগ্ধ বাতাসে যখন খোলা চুলে ঢেউ খেলে।
এলোকেশি চুলে তুমি লাগালে চোখের কাজল
হৃদয়ে লাগায় দোলা, যতই হোক না বাদল।
ধূসর কেশ হলো সন্মানের একমাত্র মুকুট
ভালোবাসা শব্দ লিখে দিলাম এক চিরকুট।
ঘন কালো চুল, উড়ছে ঝিরিঝিরি বাতাসে
বসন্তে মাতাল করে মিষ্টি মধুর সুবাসে।
৩১/০১/২০২৪ ইং