ফাগুনের হাওয়ায়
-মহাদেব দাশ
কোন এক ফাগুনে, দেখা হলো দু’জনে
ফুল ফোটে বনে, কোকিল ডাকে কুজনে।
দখিনা বাতাসে উদাসী হাওয়াই মাতাল করে মন
শিহরিত মন, তোমার নয়ণে দেখি আমি ত্রিভুবন।
পলাশ-শিমুলের লাল রঙে রাঙাবো তোমার মন
তুমি মুচকি হেসে মুখ লুকাবে, দেখবো আড়নয়ণ।
বাসন্তী রঙের শাড়ীতে তোমার নীলাম্বরী কেশ
বাউরী বাতাসে খোলা চুলে তোমাকে লাগছে বেশ।
বসন্তের কলরবে সতেজ পৃথিবী, চলে বসন্তের গান
সকল বৈরিতা ভুলে, জেগে উঠে সকল নতুন প্রাণ।
রাগ-অভিমান ভুলে, কাছে এসো ভালোবাসার আলিঙ্গনে
মায়াবী আবেশে সোনাঝরা মুকুলের মিষ্টি দখিন সমীরনে।
ফাগুনের বাতাসে অজানা অনাবিল প্রনয়বার্তা ভেসে বেড়ায়
নিসর্গের নতুন ছোঁয়ায় নবরুপে দু’জনে মিশে যেতে চায়।
ফাগুনের মোহনায় আন্দোলিত হৃদয়ে বিকশিত মন প্রাণ
আজি এ মধুর বসন্তে দেহ-মনে সদাজাগ্রত সুবাসিত ঘ্রাণ।
না বলা-অসংখ্য জমানো কথাগুলো স্মৃতিপটে দোলা দেয়
ফাগুনের হাওয়ায় উদাসী মনে, বার বার কাছে পেতে চায়।
২৬/০২/২০২৪ ইং