ফিরে যেতে চাই
--মহাদেব দাশ


ফিরে যেতে চাই-
আমার শৈশব, আমার কৈশরে
রোজ ঘুমপাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ায়ে দিত
ফিরে যেতে চাই তার কাছে।


ফিরে যেতে চাই-
রূপ কথার রাজ্যে, রোজ রাজপুত্র ঘোড়ায় চড়ে
রাজকন্যার কাছে যেত, সেই পঙ্খীরাজ ঘোড়া
আর স্বপ্নের রাজ্যে।


ফিরে যেতে চাই-
যেখানে বাঁশবাগানের মাথার উপর চাঁদ দেখে
জোনাক জ্বলা পুকুর ধারে, শ্লোক বলা সেই
কাজলা দিদির জন্য অপেক্ষা করছে।


ফিরে যেতে চাই-
সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদী
পাল তুলে ছুটে চলা নৌকা, আর মাঝিমল্লাদের
পাগল করা ভাটিয়ালি গানের সুর বাজে।


ফিরে যেতে চাই-
চারিদিকে সবুজ আর সবুজ, খোলা হাওয়া
বর্ষাকালে চারিদিকে থৈ থৈ পানি, বিলের শাপলা শালুক
কলাগাছের ভেলায় করে চড়ে বেড়াতাম।


ফিরে যেতে চাই-
গ্রামের স্কুলের থার্ড স্যারের বেতের বাড়ী, কড়া শাসন
ছুটি হলেই টিপ টিপ বৃষ্টিতে- বইগুলো মাথায দিয়ে
এক দৌঁড়ে মায়ের কোলে ফিরতাম।


আমি ফিরে যেতে চাই সেখানে
সেই মায়ের কোলে, যেখানে নিশ্চিন্তে
ঘুম পড়ে থাকতাম।
১২/১০/২০২৩ ইং