জাগ্রত বিবেক
--মহাদেব দাশ


অনন্য তুমি ধরার মাঝে
বাজাও সুর আপন সাজে।
গেয়ে যাও সাম্যের গান
দেহে আছে যতক্ষণ প্রাণ।
ঈশ্বর তোমাকে করেছে দান
সুরে মন করে আনচান।
তোমার সুরে পাগলিনী মন
উতাল করে যখন তখন।
তুমি মানুষের জয়গান গাও
চারিদিকে ধন্য ধন্য পাও।
আপন মহিমাতে প্রজ্জলিত হও
শৌয্য বীর্যে বলীয়ান হও।
তোমার সুরে জাগ্রত হোক
মানবতার বিবেক উন্নত হোক।