যৌবনের ডাক
--মহাদেব দাশ


এসো হে নৌজোয়ান
সময় থাকতে হও আগুয়ান।
যৌবন তোমাকে ডাকছে
সমাজ তোমাকে হাতছানি দিচ্ছে।
এগিয়ে যাও সামনে
পিছনে তাকাবে না দুনয়নে।
একবুক আশা নিয়ে
মা বসে আছে পাথর চাপা দিয়ে।
দিতে পারো অনেক কিছু
মনের ভুলেও কভু হঁটবে না পিছু।
সমাজ চায় তোমার কাছে
তোমার অনেক কিছু দেয়ার আছে।
শোধ করো মায়ের ঋণ
লক্ষ্য ঠিক না হলে ফুরিয়ে যাবে দিন।