করো না তো ছলনা
-মহাদেব দাশ
ষোল ছটাকে সের হলেও চল্লিশ সেরে হয় একমন
হাজারো ভাব-ভালোবাসা হলেও প্রকৃত ভালোবাসে একজন।
চোখে চোখে নজর লাগলেও, চোখের দেখা মনের দেখা নয়
উপর উপর ভালোবাসলেও, সেটা গভীর ভালোবাসা নয়।
হাজারো রং এর ভিড়ে, মনে লাগে একটাই রং
মনে যতই লাগুক না কেন, প্রকৃত ভালোবাসায় ধরো না ভং।
খোঁজাখুজি করা ভালো, তবে বেশি খোঁজা ভালো না
বাছাবাছি করা ভালো, তবে বেশি বাছা ভালো না।
শাক থেকে পোকা বেশি বাছলে, যেমন শাক খাওয়া যায় না
বেশি বাছাবাছি করলে, তেমন ভালো মন পাওয়া যায় না।
মন দিয়ে মন ভালোবাসো, করো না তো ছলনা।
রং মেখে খুজলে পরে, জুটবে না তো, সুন্দরী ললনা।
১৩/০১/২০২৩ ইং