।। করোনায় জ্বালা।।
--মহাদেব দাশ


করোনা তুমি মোরে আটকিয়ে রেখেছো ঘরে
শিখালে অনেক কিছু আমারে
এই লকডাউনে পড়ে, জীবনটা হলো নড়বড়ে
ঘরের কাজ নারীরা কেমনে করে।
ঘর বন্দী হয়ে আমরা, হাবুডুবু খাচ্ছি মোরা
গোটা পৃথিবীময় জুড়ে
এটা নয় ওটা নয়, পৃথিবীটা শুধুই গদ্যময়
কপালটা বুঝি এবার পোড়ে।
সংসারেতে অশান্তি, চাই একটু মানসিক প্রশান্তি
কোথায় দেখা পাব তারে
প্রাণের ভয় বড় ভয়, ঘরের জ্বালা নাহি সয়
সদা ভাবিয়ে অন্তরে।
ঘরের জ্বালা বড় জ্বালা, বউয়ের কথায় নয়কো হেলা
রান্না ঘরেতে পড়বে তালা
হোটেল রেস্তোরা নেইতো খোলা, পেটে ধরবে জ্বালা
তখন বুঝবে ঠেলা।
সহ্য কর করতে হবে, বউয়ের কথা মানতে হবে
লকডাউনের এই কটা দিন
সামনে আসবে সুদিন, করোনা যাবে যেদিন
সৃষ্টিকর্তাকে ডেকে নিন।