লাখো শহীদের রক্ত
-মহাদেব দাশ


লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা
বৃথা যেতে দেব না
নয় লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
ম্লান হতে দেব না।
স্বাধীনতা তুমি মোদের শক্তি. এ যেন আমাদেরই অহংকার
লাল সবুজের সমাহার
পৃথিবীর মানচিত্রে জায়গা হলো, এই ছোট্ট সোনার বাংলার
পেলাম না শ্বেত কবুতর।
সাতই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবের কন্ঠ শুনে
অনুপ্রানিত মন, জাগ্রত বিবেক।
বাংলার সাতে সাত কোটি বাঙ্গালী জেগেছিল সেদিন
আবাল বৃদ্ধ-বণিতা অনেক।
সেদিন দিপ্ত কন্ঠে ভেসে এসেছিল সেই বিজয়ের গান
ঝাপিয়ে পড়েছিলো সবাই
লাখো শহীদের বুকের তাজা রক্তে রঞ্জিত রাজপথ
হারিয়েছি আমার ভাই।
২৬/০৩/২০২৪