লালন ফকির
-মহাদেব দাশ
সবাই বলে লালনের কোন জাত নেই
আমি বলি আছে
লালনের মতে- জাত হলো মানব জাত
বলি সবার কাছে।
লেকে বলে- লালনের কোন নেই ধর্ম
আমি তা বলি না
সবচেয়ে বড় ধর্ম, তাহা হলো মানব ধর্ম
সে কথাটি ভুল না।
লালন দর্শনে আছে মানবতা, ও মানুষের কথা
সেই তো স¤্রাট বাউল
সেই দর্শনে প্রভাবিত হয়েছিল এলেন্স গিন্সবার্গ
রবীন্দ্রনাথ ও নজরুল।
লালনের গুরু ছিলেন সিরাজ সাঁই, সবশেষে
ছেউরিয়াতে হলো ঠাই
বসন্ত রোগ হয়েছে বলে সংগীরা দিল ফেলে
হিন্দু সমাজে হলো না ঠাই।
জাত পাতের বিচার নাহি করি, সবাই মিলে
সমাজপতিদের বিরুদ্ধে লড়ি
হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান ভেদাভেদ ভুলে
মানুষের জন্য সমাজ গড়ি।
লেখাপড়া না জেনেও তুমি গেয়েছো অসংখ্য গান
তুমিই সেরা, তুমিই প্রথম
আধ্যাতিক জগতের সাধক তুমি, তুমিই বাউল গুরু
তোমাকে জানাই প্রনাম।