মায়ের হাসি
--মহাদেব দাশ
মধুর আমার মায়ের হাসি
সবচেয়ে সেরা।
হীরার চেয়ে দামি সে যে
ত্রিভুবন ভরা।
মায়ের হাসি মনে পড়লে
আজও আমি হাসি।
মায়ের চরণে ঠাই হবে মোর
আমি চরণ দাসি।
শত অপরাধ ছিল আমার
না হবে, তার ক্ষমা।
সাজা যদি দাও না মাগো
বাকির খাতায় জমা।
জঠর জ্বালা সহ্য করে মা
এই পৃথিবীতে আনলে।
খাইয়ে পরায়ে আমাকে তুমি
বড় করে তুললে।
আমার সফলতা দেখে তোমার
হাসি আসতো মুখে।
দুঃখের সাথী কেউ হতো মাগো
তুমিই থাকতে দুঃখে।
তোমার হাসি ভুলবো না, মাগো
সারা জীবন ভর।
যেখানে থাকো ভালো থাকো
কখনও করো না পর।
১৫/০৫/২০২৩ ইং