মিছে বসন্ত
-মহাদেব দাশ
ফেরারি জীবন, জীবন্ত এক বুক আশা  
অচেনা শহর, শুন্য এ জীবনে হতাশা।  
হতাশার প্রহর, কোনমতে কাটে না সময়  
তিষ্ট ক্ষণকাল, জীবনটা যদি চলে যায়।  
বাজবে বাঁশি, অচেনা সুর, কল্পিত কাহিনি  
সকরুণ ভাবে, অস্পষ্ট ছবি, ঘৃনিত যামিনী।  
আপন জন, দুরত্বহীন এ সীমানায় দাঁড়িয়ে  
বিস্তর ফারাক, চিহ্নিত পশুরা জিহ্বা লেলিয়ে।  
মুচকি অট্টহাসি, নয়ণ গড়িয়ে একফোঁটা জল  
লেলিহান শিখা, অন্তর পুড়েও নেই কোন ফল
স্বপ্নগুলো মৃতপ্রায়, অপেক্ষার অবসানের সমাধি  
নিঃষ্প্রভ রজনী, কালো আধারে ছেয়েছে বিধি।  
অবারিত মন, মিছে শান্তনা, কাছে পেতে চায় মন  
কল্পিত হ্নদয়, পিছু হটায়, শান্তনার বাণী যখন।
নিরব বসন্ত, তপ্ত হাওয়া, ফাগুন আসে না মনে
রঞ্জিত শিমুল, তবুও কোকিল ডাকে না কুহুতানে।
৩০/০১/২০২৪ ইং