মহান বিজয় দিবস
--মহাদেব দাশ


উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বিকেলে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি ডাক দিয়েছিলে
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম


সেই ডাকে বাংলার আবাল বৃদ্ধ বনিতা
বাংলার জনগন সেইদিন গড়েছিলো একতা
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।


দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর
উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর
পাকিস্থানী বাহিনীরা করলো আত্মসমর্পন।


উনিশশো বাহাত্তর সালের বাইশে জানুয়ারী
জাতীয় দিবস পালন করতে হলো জারি
প্রকাশিত হলো এক প্রজ্ঞাপন।


আত্মসমর্পনের পর যুদ্ধের হলো সমাপ্তি
রক্তক্ষয়ী সংগ্রাম ছিলো নয় মাস ব্যপ্তি
হলো একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি।


বিশ্বের মানচিত্রে স্থান পেল একটি দেশ
মাথা উচুঁ করে দাঁিড়য়ে আছে বাংলাদেশ
জাতিসংঘ সহ সকল দেশ দিল কৃপাদৃষ্টি।