মনের জানালা
- মহাদেব দাশ
মরুর প্রান্তরে একলা পথিক আমি-
ঠিকানা বিহীন পথে, রাতের আধারে ছুয়ে যায় নিলীমা।
বিচলিত নইকো আমি-
কার নি:শ্বাসে মিশে আছে আমার সেই বিশ্বাসের ছোঁয়া।
জানা নেই আমার-
নীড় হারা পাখির মত কোথায় মিলবে শেষ ঠিকানা।
মনের জানালা খুলে দিলাম-
হৃদয়ের গভীরের অন্তরিত ভাষাগুলো ছুঁয়ে দেখবে।
হাতটা বাড়িয়ে দিলাম-
যার হাত ধরে পাড়ি দেব হাজার হাজার মাইল পথ।
অন্তর চক্ষু খুলে দিলাম-
যার চোখে চোখ রেখে বিনে সুতোয় গাথবো মরোরথ।
যার মুক্তোঝরা স্নিগ্ধ হাসিতে-
ক্লান্তিতে অশান্ত মনে শান্তনা খুঁজে পাবে সারারাত।
রিমঝিম বর্ষার স্বচ্ছ ধারাতে-
হয়তোবা ভেসেই যাবো, দুরের কোন এক অজানায়।
শিশির ভেজা শরতের সকালে-
শিউলি ফুলের গন্ধে মনটাকে শান্ত করে, তবুও ছুটলাম।
কুহু কুহু কোকিলের ডাকে-
বসন্তে সজীব পল্লবে হিমেল হাওয়ায় সম্বিত ফিরে পেলাম।