মঙ্গলময়ী মা
-মহাদেব দাশ
লোকে বলে-শ্যামা মায়ের মুখটি নাকি কালো
আমি বলি- মা যে আমার এ জগতের আলো।
ভুবনমোহিনি মা, জগত জননী মা যে আমার
সবই তুমি জানো মা, ত্রিকালদর্শী নয়ণ তোমার।
দু’চক্ষু মেলিয়া, নয়ণ ভরিয়া দেখি গো তোমায়
যত দেখি ততই ভাবি, মন ভরে না আমায়।
মায়ের ঐ রূপ দেখিয়া, মোহিত আমার মন
মন্ত্রতন্ত্র জানি না মাগো, কি দিয়ে পুজিব চরণ।
মা যে আমার কল্যাণময়ী, সকলের কল্যাণ চায়
পাপিতাপি পার করো মা, দীনহিনে যার সহায়।
যতই ভুল করি না কেন মা, সন্তানরে করো ক্ষমা
মঙ্গলময়ী মা তুমি, তুমি যে বিপদতারিনি মা।
মায়ের ঐ শ্রীচরণ, পাবো কি দর্শন. জীবনে আমার
নৈবেদ্য সাজিয়ে, পুষ্পার্ঘ দিয়ে সপিলাম পায়ে তোমার।
০৯/০৩/২০২৪ ইং
(একটা শ্যামা সংগীত লেখার অপচেষ্টা মাত্র)