মৌনতার আবরণে
-মহাদেব দাশ
মৌনতা জ্ঞানীদের অহংকার যাহা শুধুই অলংকরন
লাগামহীন কথাবার্তা বলা, ঝগড়ারই মূল কারন।
মৌনতা সাধারণ মানুষের জন্য সুরক্ষা, নিরাপত্তা
অতিরিক্ত কথা বলে, ভুলে যায় তাদের বুদ্ধিমত্তা।
মৌনতা মানে সবসময় সম্মতির লক্ষণ নয়
কখনো কখনো মৌনতা উত্তম বা অধমতর নয়।
শীতের সকালে ঢাকা পড়ে কুয়াশার আবরণে
মরুর প্রান্তরে তেমনি ঢাকা পড়ে বালুর আস্তরণে।
স্থান কাল পাত্র ভেদে মৌনতা কখনো কখনো শ্রেয়
মৌনতার আবরণে চুপিচুপি ভালোবাসা হয় প্রিয়।
আবার মৌনতা মানে নিরপেক্ষতা, অবহলো নয়
কোন কোন ক্ষেত্রে মৌনতা নিরব বিপ্লব সৃষ্টি হয়।
যুক্তিহীন তর্ক আর অর্থহীন সংলাপ-নির্বুদ্ধিতার আরবণ
মনের নগ্নতা ঠেকাতে পারে না, পোষাকের আচ্ছাদন।
মৌনতার আড়ালে লুকিয়ে থাকে শয়তানির মুখোশ
সুযোগ বুঝে কাজে লাগায়, মৌনতাই তাদের খোলস।
২০/০১/২০২৪ ইং