নারী ও প্রকৃতি
--মহাদেব দাশ


বোঝা বড় দায় কোনো নারীর ছলাকলা
বোঝা বড় দায় প্রকৃতির লীলাখেলা।
নারী কখনো স্নেহময়ী মা, কখনো মায়াবিনী
প্রকৃতি কখনো ভয়ংকরী, কখনো মা জননী।
ছলনা করে নারী কখনো ধরে ভয়ংকর মূর্তি
কখনো কখনো মুহুর্তেই রূপ পাল্টায় প্রকৃতি।
দুগ্ধ পান করায় নারী, সেই তো আমার মা
দুঃখ ভুলিয়ে দেয়, প্রাণ জুড়ায় প্রকৃতি আমার মা।
নারী কখনো আমার বোন, কখনো স্ত্রী, মা, খালা
প্রকৃতিতে কখনো রোদ, বৃষ্টির লুকোচুরির খেলা।
গ্রীষ্মের দাবাদাহ রৌদ্রের তাপে অতীষ্ট জনজীবন
নারী তখন মাতৃরূপে স্নেহের পরশ বুলায় তখন।
বর্ষায় প্রকৃতিতে  দু'কুল ছাপিয়ে নদীনালা টইটুম্বুর
নারী তখন ব্যস্ত কাজে, ঘরবাড়ী সাজাতে যতদুর।
শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকে প্রকৃতি
খেজুর গুড়ের পিঠা পায়েস তৈরীতে নারীর প্রস্ততি।
বসন্তের আগমনে নবপল্লবে সাজে প্রকৃতি
আনমনে দোলা দিয়ে ফিরে পায় নারীর গতি।
১০/১২/২০২০ ইং