অচেনা সুর
-মহাদেব দাশ
একটা দীর্ঘশ্বাস, অচেনা একটা সুর, বড্ড বেশি
জ্বালাতন করছে আজকাল
স্বপ্নহীন লোক, ব্যর্থ জীবন, ঐ অচেনা সুরটা
জড়িয়ে আছে চিরকাল।
নিঃসঙ্গ পৃথিবী, মায়ার বেড়াজাল, আটকিয়ে
আছে একাকি জীবন
ছন্নছাড়া আমি, মায়াবী সুর, মুর্ছনায় পড়ে
কম্পিত এই ভুবন।
নিঃশ্বাসের সুর, প্রিয়জন অতিশয়, খুবই কাছের
একান্ত আপনজন
আজ অসহায়, কাছে পাওয়া দায়, চেনা সুর
অচেনা আনমন।
নির্বাক বসন্ত, আঁখিতে শ্রাবণ, অহংকারের গ্লানিতে
ভরা তোমার ভুবন।
অতৃপ্ত আত্মা, এলোপাতারি ভাবনা, কুরে কুরে
খাচ্ছে আমারই জীবন।
বিষন্নতা আমার, অমানিশার অন্ধকার, মিশে থাকে
শুন্যতার আধারে
নির্জনতার আঙিনায়, ভরাক্রান্ত মন, ছন্দ খোজে
স্মৃতির পাতারে।