।। অন্তরে তুমি।।
-মহাদেব দাশ
অন্তরে তুমি, নয়ণে তুমি, আছো তুমি সারাক্ষণ
হৃদয়ে তুমি. নিঃশ্বাসে তুমি, তুমি এই ভুবন।
আলোআঁধারে তুমি, মরনে তুমি, তুমিই অন্তরে
তুমি বিনে কেউ নেই, আমার ভিতর বাহিরে।
বিষাদে তুমি, সুখেও তুমি, তুমি অন্তর জুড়ে
শয়নে তুমি, স্বপনেও তুমি, তুমি ভিজে পুড়ে।
মনের কল্পনাতে তুমি, ছন্দে তুমি, তুমিই ভবিষ্যৎ
তুমি আছো-থাকবে, তুমি বিনে নেই কোন গতিপথ।
তুমি উত্থান, তুমি পতন, তুমিই অন্ধকার
তুমি সাথে থাকলে আলোর কি-বা দরকার।
তুমি বয়ে চলা ফলগু নদী, তুমি স্রোতধারা
তুমি সত্য, তুমি নীল আকাশে চাঁদের তাঁরা।
তুমি গর্ব, তুমি অহংকার, তুমিই নির্বিকার
তুমি থাকলে তাজমহল কি-বা দরকার ?
২৯/১০/২০২৩ ইং