অন্তরের গভীরে
--মহাদেব দাশ
অশান্ত মন, খুজে ফিরি বারবার
অতৃপ্ত বাসনা, ছুটে চলে দুরন্ত দূর্বার।
দুর অজানায়, দুরের কোন নিলিমায়
মিথ্যে মরিচিকা, অজানা চোখর নেশায়।
স্বপ্নের অমানিশায়, বার বার দোল খায়
মনের উছিলায়, তবু কেন ছুটে যায়।
ছন্দহীন জীবন, ছুটে চলা নদী
নিদ্রাহীন রাত, কাটে না কভু যদি।
মিথ্যের বেড়াজালে, অদৃশ্য আচ্ছাদনে
আমি অসহায়, প্রেমহীন এ জীবনে।
তপ্ত বাসরে, আশায় বুক বাধি অন্তরে
বিশালতা খোজে মন, অজানার গভীরে।
স্বপ্নহীন পৃথিবী, শান্তনা খুঁজে বেড়ায়
নির্ভিক যাদুকর, ছন্দ মিলাতে চায়।
বেদনার বালুচরে, বসে আছি তাসের ঘরে
অন্তরের গভীরে, স্বপ্ন গুলো উকি মারে।
১৬/০৪/২০২৩ ইং