অতৃপ্ত অভিলাষ
- মহাদেব দাশ
কোন এক অজানা পথের বাঁকে
দেখা হয়েছিল সেদিন
দু’চোখ এড়িয়ে নিঃশব্দে চলে গেছি
শান্ত মন, ভাবনাহিন।
স্বার্থপর হৃদয়ে দাঁড়িয়ে তুমি সেদিন
একপলকে একটু হাসলে
মুচকি হেসে, পিছনে তাকাতেই তুমি
কোথায় যে হারালে।
জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমি
দাঁড়িয়েছি অজানার বাঁকে
অর্থহীন অপরাধে কাঠগড়ায় দাঁড় করিয়ে
পড়েছো লুপ্ত স্মৃতির ফাঁকে।
প্রকম্পিত হৃদয়ে মরুর আর্তনাদে আজ
সবই ধুয়াসার বালুচর
অধরা জীবনের গোধুলি লগনে দাঁড়িয়ে
যেন তাসের খেলাঘর।
আজি জাগ্রত বাসনা মনে, কি হবে জীবনে
স্বপ্নসাধ হলো না চয়ন
ক্ষত-বিক্ষত হৃদয়ে, একাকি নিরবে, নির্জনে
শেষ ঠিকানায় হবে শয়ন।
১৩/০৯/২০২৩ ইং