পরকীয়ার টানে
-মহাদেব দাশ
কথায় বলে- প্রেমের টানে মজেছে যার মন
কে-বা দেখে মুচি চান্ডাল, কে বা দেখে হরিজন।
পরকীয়া- তীব্র আকর্ষণ, বাঁধ ভাঙ্গা জোয়ারের মত
কোন কিছুরই বাঁধা মানে না।
এ যেন- নব যৌবনের দুত, দৃঢ় প্রত্যয় নিয়ে ছুটে চলা
সাহসী যুবক, কিছুতেই পিছু হটে না।।
পরকীয়া- এমন একটি সম্পর্ক, এটা প্রেম, নাকি প্রণয়
নাকি, শুধুই গোপন অবৈধ আকর্ষণ।
তিক্ততায় মোড়ানো নিষিদ্ধ সুখ, কাঁটায় কাঁটায় ভরা
লুকোচুরি, যন্ত্রনা আর টানাপোড়ন।।
উদাসিনতা- ধীরে ধীরে বাড়ায়, মানসিক ব্যবধান
স্বামী স্ত্রীর মধ্যে, আলাদা করে ফেলে।
শুরু হয়- মনোমালিন্য, আর অবশেষে পরকীয়া
একজন অপর জনকে আপন করে তোলে।।
স্বামী স্ত্রীর শারিরিক ও মানসিক চাহিদা পুরন হয় না
স¦প্নভংগের ব্যথায় কষ্ট পায় মন।
শারীরিক বুদ্ধিবৃত্তিক, আবেগীয় ও অর্থসম্পদের নেশায়
নিজে পরকীয়ায় সপে দেয় মন।।
অনেকে বলেন-পরকীয়া প্রেমে রয়েছে অতলস্পর্শী সুখ
ভেঙ্গে চুরমার হয়ে যায়, দাম্পত্য জীবন।
জেনেশুনে পান করে অমৃত গরল, সন্তানদের দেয় নরক যন্ত্রনা
ক্ষত বিক্ষত করে দেয় মানুষের জীবন।।
নিঃসঙ্গতা, বিকৃত রুচি, পছন্দ অপছন্দের বিস্তর ফারাক
যৌন চাহিদা করে যে পুরণ।
শারিরীক নয়, মানসিক চাহিদার সক্ষমতা বিকাশে
জলাঞ্জলি দেয় সে জীবন।।
২১/০৭/২০২৩ ইং