শারদীয় আগমনী
-মহাদেব দাশ
শারদ প্রাতে ভোরের শিশিরে আগমনীর হাতছানি
পুষ্পাঞ্জলি, নৈবেদ্য নিয়ে বাড়িয়ে দিলাম হাত দু’খানি।
শরতের আকাশে আজ ভাসছে সাদা মেঘের ভেলা
হিমেল হাওয়াই ভেসে কাঁশফুল গুলো খাচ্ছে দোলা ।
শিউলি ফুলের মৌ মৌ গন্ধে আজ চারিদিকে ভরপুর
আশ্বিনের আগমনীর বার্তা, সে যে বড়ই সু-মধুর।
প্রকৃতি সৌন্দর্য্যকে রাঙিয়ে দেয় শরতের জোছনা
শিউলির সৌরভ আর ঘাসের ডগায় শিশিরের আল্পনা।
এটা কিনবো, ওটা কিনবো, ছোটদের নানা রকম বায়না
যতকিছুই কেনো না কেন, কেনাকাটা শেষ হতে চায় না।
সাজ সাজ রব চারিদিকে আজ, মন্ডপে চলছে আয়োজন
জগত মাতা সংগে আছে, অন্য কিছুরই নাহি প্রয়োজন।
প্রকৃতির অন্তরাকাশে জ্যোর্তিময়ী মহামায়ার আগমন
অসীম ছন্দে বেজে উঠেছে নবভাব মাধুরীর সঞ্জীবন।