শ্রাবণের বারিধারা
-মহাদেব দাশ
আজ ঝরো ঝরো ঝরছে নিশীতে বারিধারা
এই শ্রাবণে-
ঘন কালো মেঘের ছায়া, বিদ্যুতের ঝলকানি
আজ গগণে।
শ্রাবণের বারিধারা মন-শরীর নাচিয়ে তোলে
প্রতি ক্ষণে ক্ষণে
তুমি আছো দুর অজানায়, দুরের নিলিমায়
কোন এক কোনে।
শ্রাবণের ভারি বর্ষণে আজ খুলে গেছে মোর
মনের জানালা
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় শিহরিত মনে দোলা দেয়
আজ আমি একলা।
আন্দোলিত মনে কতকিছু না ছুঁয়ে ছুঁয়ে যায়, শুধু
তোমার স্পর্শ ছাড়া।
কোন এক চকিত চাহনি অধীর পিছনের পানে চেয়ে
বিমুর্ত ছায়াখানি খাড়া।
ঝরো ঝরো বৃষ্টির শব্দে নিদ্রাহীন এই রাতে স্মৃতিপটে
তোমারই আলপনা।
বরষার ঘোরে রিমঝিম সুরে, নিস্তদ্ধ নিশিতে তোমারই স্পর্শ
সবই মোর কলপনা।
তবে- তোমার স্পর্শ, চিরচেনা সেই গন্ধ, সবই তো বর্তমান
কেন এত অসহায়
নিঃসঙ্গতা, চারিদিকে অন্ধকার, নিরবতার মাঝে আতংকিত
তোমারই ছায়ায়।
২২/০৭/২০২৩ ইং