সবকিছুই আশা করা ভুল
-মহাদেব দাশ
অন্যের কাছ থেকে ভালোবাসা আশা করেন যতটা
নিজেই সচেষ্ট হয়ে নিজের জন্য ভালোবাসুন ততটা।
অন্যের কোন কর্মকান্ডের উপর নিয়ন্ত্রন নেই আপনার
নিজের সকল প্রকার কর্মকান্ডের দায় একান্তই আপনার।
আবেগীয় কর্মকান্ড, নেতিবাচক কর্মকান্ড বাদ দিতে হবে
এটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধে আপনাকে জিততে হবে।
সমস্যা নিয়ে দুঃশ্চিন্তা করলে, রাতের ঘুম হারাম হবে
সমস্যা সমাধানের চেষ্টা করেন, না হলে-সইতে হবে।
সুস্থ শরীরের সাথে সাথে একটি স্বাস্থ্যকর মন দরকার
নেতিবাচক বন্ধুত্ব বাদ দিয়ে, ইতিবাচক হওয়া দরকার।
আপনি নিজে ভালো হলে দুনিয়ায় সবকিছুই ভালো
আর নিজে ভালো না হলে দুনিয়ায় সবকিছুই কালো।।
১৬/০১/২০২৪ ইং