সময়ের দোলাচলে
-মহাদেব দাশ
সময়ের দোলাচলে আজ আমি অসহায়
তীর্থের কাকের মত বড়ই বেকায়দায়।
সবকিছু থেকেও যেন, আজ কিছুই নেই
বোধবুদ্ধি থেকেও বোধহয়, হারিয়েছি খেই।
আশা নিরাশার দোলাচলে শেষ হয় খেলা
ভাবতে ভাবতে কিভাবে চলে গেল বেলা।
জীবনের পথে আজ একলা চলছি ভাই
কারোর কাছে তাই কিছুই পাওয়ার নাই।
আবর্তনের ঘুর্নিচাকায় আজ বড় বেমানান
স্মৃতিগুলো রোমন্থনে মস্তিস্কে ভাসমান।
জীবন সময়ের বহমান নদী প্রবহমান
কখন যে থামবে ধারা, জানে ভগবান।
ভালোবাসার বাজারে আজ সবাই স্বার্থপর
স্বার্থের খাতিরে অনেকেই ছেড়েছে ঘর।
সময়ের দোলাচলে সম্পর্ক নষ্ট হয়ে যায়
চলতে চলতে কখন যে, জীবন থেমে যায়।
কালের বিবর্তনে জীবনে বসন্ত আসে না
জীবন সাহাহ্নে ফাগুনেও ফুল ফোটে না।
২৯/০২/২০২৪ ইং