শুধুই অপেক্ষা
-মহাদেব দাশ
অপেক্ষা আর অপেক্ষা, শুধুই অপেক্ষা---
অপেক্ষার প্রহর গুনছি
সেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যে-----
কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ
সময় আর কাটে না, অপেক্ষা আর অপেক্ষা, শুধুই অপেক্ষা।
সেই শুভক্ষণে, মায়াবী লগণে-
দুজনে কাছাকাছি, কিছুটা ভুল বুঝাবুঝি, মান অভিমান।
মিথ্যে লুকোচুরি, হারানো ব্যথা,
বুকে জমানো কত কথা, একটু ভালোবাসা।
অজানা আহবানে শান্ত নদীর বুকে পাল তোলা নৌকা ছুটে চলে অবিরাম।
অশান্ত মনে শিহরণ জাগায়।
আমি দুর অজানায় অতৃপ্ত আহবানে ছুটে চলি
আমি পরিশ্রান্ত, আমি ক্লান্ত-
একটু খানি বিশ্রাম, একটু অবসর
আনমনে চেয়ে থাকা, দুরের আকাশে তারা গুলি
দেখে, আর মুচকি হেসে-
লজ্জাবনত চোখে কিছুটা আড়ালে যায়।
মাঝে মাঝে উকি দিয়ে দেখে-
তোমাকে দেখে আর হিংসে করে
তুমি জেগে আছো কি না ?
অপ্সরা হয়েও তুমি নির্বিকার
মিথ্যের আড়ালে কেন এত লুকোচুরি
সবই তো তাসের খেলাঘর।
২৬/০৬/২০২৩ ইং