সুখ ও দুঃখ
-মহাদেব দাশ
সুখ ও দুঃখ দুটোই আছে জীবনে
দুঃখ না সইলে সুখী হবে কেমনে।
সুখ যেমন চিরন্তন, দুঃখ ও তেমনই নিত্য
দুঃখ না থাকলে, সুখের স্বাদ নেই- এটা সত্য।
সুখ দুঃখ আনন্দ বেদনা একে অপরের পরিপুরক
দুঃখের ভয়ে জীবন যুদ্ধে থেমে থাকা, নয়তো পরিচায়ক।
সুখের পাশাপাশি দুঃখ আসবে, এটাই যেমন সঠিক
জীবনে নিরবিচ্ছিন্ন সুখ আশা করা, নইতো এটা ঠিক।
অন্ধকার না থাকলে যেমন আলোর মর্যাদা থাকে না
দুঃখের দহন জ্বালা না থাকলে সুখের স্বাদ অনুভুত হয় না।
বিরহ না থাকলে যেমন প্রেম এর স্বার্থকতা নেই
দুঃখ না থাকলে জীবনে সুখের উপলব্দিতা নেই।
সুখ হচ্ছে ইতিবাচক এক প্রশান্ত অনুভুতি
অযাচিত সব দুঃখকে ভাসিয়ে হয়, নতুন গতি।
সুখ নির্ভর করে মানুষের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর
আর্থিক দুরাবস্থা নয়, দুঃখ নেমে আসে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পর।
২০/০৫/২০২৩ ইং