।। সুখ।।
--মহাদেব দাশ
সুখ একটি মানবিক অনুভুতি, অতি চমৎকার
যাহা ভালোবাসা, আনন্দ বা তৃপ্তি দ্বারা হয় নিয়ন্ত্রিত।
সুখের তিনটি অবস্থা-আনন্দ, অর্থ ও অংগীকার
সুখ ইতিবাচক কর্ম ও আবেগসমূহের সমষ্টি বলে বিবেচিত।
সুখ একটি অত্যন্ত অস্বচ্ছ ধারনা
কেউ কেউ পরিতৃপ্তি ও সন্তুষ্টির সাথে তুলনা করে
আরামপ্রদ জীবন খুজে নেওয়াটাই স্বার্থকতা
সুখ- স্বাচ্ছন্দ্য আরামকেই সর্বোত্তম লক্ষ্য বলে মনে করে।
সুখ কোন কৃত্তিম বিষয় নয়
নিজের কর্তব্য, নিজের কর্ম করার মাধ্যমে সুখ মেলে
প্রকৃত সুখ- ব্যাপারটি মোটেও দুর্লভ কিছু নয়
একই ধরনের আপেক্ষিক অনুভুতির মাধ্যমে সুখদুঃখ মেলে।
সুখ হলো জীবনী শক্তির উচ্ছাস
জ্ঞানে বা অজ্ঞানে প্রত্যেকেই এই আনন্দের অভিলাষী হয়
সুখের রূপটা অতি ভয়নক তবে ক্ষণস্থায়ী
ভোগ বিলাসিতায় নয়, ত্যাগ ও মনের সুখেই প্রকৃত সুখী হয়।
৩১/০৩/২০২৩ ইং