সুখের ঠিকানা
--মহাদেব দাশ
সুখী হওয়ার নেই তো কোন বয়স
কঠোর পরিশ্রম, দৃঢ মনোবল ও সাহস।
প্রেম যেমন কোন বয়স মানে না
সুখী হওয়ার নেই কোন সীমানা।
সুখ কথাটি বড়ই আপেক্ষিক
পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত পথিক।
প্রেম হৃদ-স্পন্দনের মতো, কখনো বন্ধ হয় না
সুখ তেমনি, সহজে কাহারো ধরা দেয় না।
সুখের খোঁজে প্রতিনিয়ত ছুটছে কত মানুষ
কুঁড়েঘরেও থাকে সুখ, এটা নেই তাদের হুশ।
সুখ বৈষয়িক বা জাগতিক কোন ব্যাপার নয়
সুখ বহুলাংশে মনস্তাত্বিক বা আধ্যাত্মিক বিষয় হয়।
মনের আনন্দটাকে কখনো সুখ ভেবো না
প্রকৃত সুখী হতে কখনো পয়সা লাগে না।
মানুষের কি আছে- তার উপর সুখ নির্ভর করে না
সত্যিকার অর্থে-সুখের নেই কোন ঠিকানা।
০৯/০৬/২০২৩ ইং