তাই এতো সুন্দর
-মহাদেব দাশ
পদ্ম জলে ফোটে, তাই পদ্মফুল এতো সুন্দর
জল আছে বিধায়, তাই তার নাম সরোবর।
চাঁদ আলো দেয়, তাইতো চাঁদ এতো সুন্দর
আমি আছি পাশে- তাইতো তুমি এতো সুন্দর।
অন্ধকার আছে বিধায়, আলো এতো সুন্দর
ঘরের সাজসজ্জা আছে, তাই ঘর এতো সুন্দর।
বন্যপ্রাণি বনে আছে বলেই বন এতো সুন্দর
রূপ তোমার আছে বলেই তুমি রূপ মনোহর।
মন্দ আছে বলেই, ভালোকিছু এতো সুন্দর
নরক আছে বলেই স্বর্গ অতুলনীয় সুন্দর।
ফুলের নানা রং আছে বিধায় ফুল এতো সুন্দর
সবুজ প্রকৃতি আছে, তাই দেশটা এতো সুন্দর।
১৮/০৮/২০২৩ ইং