তুমি আসবে বলে
--মহাদেব দাশ


তুমি আসবে বলে -
আমি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম
তুমি আসবে বলে -
ঘরের সবকটি আলো জেলেছিলাম।
তুমি আসবে বলে -
আমি ছিলাম আজ উপবাসি
তুমি আসবে বলে -
আমার মনটা ছিল খুব উদাসি
তুমি আসবে বলে -
আমি আজ অপূর্ব সাজে সেজেছিলাম
তুমি আসবে বলে-
তোমার পুরোনো চিঠিগুলো দেখছিলাম
তুমি আসবে বলে -
অফুরন্ত ভাবনা গুলো ঘুরপাক খাচ্ছে
তুমি আসবে বলে -
অশান্ত বিবেকটা বার বার নাড়া দিচ্ছে।
তুমি আসবে বলে -