তুমি এলে অবশেষে
-মহাদেব দাশ
তুমি এলে অবশেষে- দীর্ঘ প্রতিক্ষার পর
সুদুর দিগন্ত পেরিয়ে খুজে ফিরি বার বার।
হৃদয়ে জমে থাকা কষ্ট, নোনাজলে ভেসে গেছে
সেই বকুল ফুলের মালাটি অজান্তে শুকিয়ে গেছে।
অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষার প্রহর শেষ হয় না
নিরবে নিভৃতে চোখে আসে জল, ঘুম আসে না।
নিদ্রাদেবি হয়েছেন আজ রুষ্ট, দেখা মেলা ভার
তুমি আসবে বলে- আজ চারিদিকে অন্ধকার।
রুমের কোনে প্রদীপের আলোটা মিটিমিটি জ্বলে
জীবন সাহাহ্নের প্রদীপটা নিভে যাবে, একটু ভুলে।
সেই কবে-কখন, তোমার সাথে মোর হয়েছিলো দেখা
স্মৃতির এ্যালবামে খুঁজে বেড়ায়, ওগো প্রিয়তম সখা।
অবশেষে তুমি এলে, আজ আলোকিত হলো চারিদিক
হাসনাহেনার সুবাসে, মনের উল্লাসে, জোছনারা ছুটছে দ্বিগবিদিক।
খুশিতে মনের আনন্দে মাতোহারা আমি, উল্লাসিত হ্নদয়
হয়তবা আমারই শেষ দেখা, আজ এ পড়ন্ত বেলায়।
একফোঁটা অশ্রু, একটা ফুল দিও মোর সমাধি পরে
তুমি এলে অবশেষে, হয়তবা আমি, আছি ক্ষণিকের তরে।
০১/০৮/২০২৩ ইং