ভালবাসার বন্ধন
-মহাদেব দাশ

জীবন চলার পথে
তোমার আর আমার সাথে
যদি কভু হয় দেখা।

ভুলে যেও সব স্মৃতি
পুরোনো দিনের সেই রীতি
তবুও ভুলবো না সখা।

তুমি যদি সাগর হও
হ্নদয়ের গভীর তলদেশে যাও
নদী হয়ে মিশে রব পাশে।

ভালবাসার বন্ধন
না হয় দুটো মনের টানাপোড়ন
থাকবো তোমারই পাশে।

তুমি বিনে আমি একা
মরুভুমির মত, জীবনটাই ফাঁকা
নিঃষ্প্রাণ এ জীবন।

জীবন চলার পথে
তুমি আর আমি মিলে একসাথে
অটুট থাকবে এ বন্ধন।