ভালোবাসার মিথ্যে বালুচর
- মহাদেব দাশ
ভালোবাসার মিথ্যে বালুচরে পড়ে আমি
ডুবছি জীবন ভর
আশায় আশায় বুক বেধেও - তবু দেখি
তাসের খেলাঘর।
মরিচিকার পিছনে ছুটছি প্রতিনিয়ত: আমি
দেখি শুধুই মরুময়
মায়াজালে না জড়ালে, সত্যিকার অর্থে
পৃথিবীটা মায়াময়।
পুরোনো স্মৃতির টানে, আমাকে পিছু টানে
থমকে যায় অভিমান
মায়াবি ঐ হাসির কাছে, হেরে গেছি আমি
নেইকো আজ পিছুটান।
অনুভুতি হারায়নি আমার, হারিয়ে গেছে
মূল্যবান সময়
ভালোবাসা বদলায় নাই, বদলে গেছে
তোমারই হৃদয়।
মরুর প্রান্তরে পড়ে আমি, বিধ্বস্থ অসহায়
এ যেন চোরাবালি
স্বপ্ন গুলো ভেঙ্গে চুরমার, নি:সঙ্গতা আমার
হয়ে গেলাম পাঠাবলি।
০৫/০৯/২০২৩ ইং