ভালোবাসার কাঙাল
-মহাদেব দাশ
ভালোবাসায় থাকে, কোন না কোন ছলনা
ছলনা করে সত্যিকারে ভালোবাসা হয় না।
ভালোবাসা হলো, একটি তীব্র আকর্ষণ
মানসিক সংযুক্তির অনুভুতি, নয়ণে বর্ষণ।
ভালো লাগা থেকে ভালোবাসা হয়
কিছুটা ছলচাতুরি ও কৌশল এসে যায়।
যতই তুমি হও না কেন, সুন্দরী ললনা
ভালোবাসা নয়তো কোন খেল্না।
হতে পারো, তুমি রাজা বা জমিদার
ভালোবাসার কাঙাল তুমি, জেনো বার বার।
কেউবা চায় মায়ের ভালোবাসা, কেউবা পিতার
কেউবা চায় প্রেমিকের, আবার কেউবা প্রেমিকার।
অর্থ দিয়ে যেমন ভালোবাসা কেনা যায় না
শতকোটি ডলারের মানুষও ভালোবাসা পায় না।
১৩/০৭/২০২৩ ইং