ভালোবাসার খোঁজে
-মহাদেব দাশ
ভালোবাসা একটি মানবিক অনুভুতি
আবেগকেন্দ্রিক অভিঞ্জতা, একটি তীব্র আকর্ষণ
স্নেহের শক্তিশালি বহিঃপ্রকাশ হলো ভালোবাসা।


চার অক্ষরের নামটি তার, শব্দ ভালোবাসা
সত্যের আড়ালে লুকিয়ে আছে অনেক গভীরতা।
ভালোবাসা, মানে না কোন সীমানা।


কেন্দ্রীয় মনস্তাত্বিক গুরুত্বের কারনে, ভালোবাসা
সৃজনশীল শিল্পকলার বিষয়গুলোর মধ্যে অন্যতম
ভালোবাসা হলো একটি ফাংশান।


সন্মান শ্রদ্ধা আর বিশ্বাস না থাকলে হয়না ভালোবাসা
প্রিয়জনের সাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাওয়া
ভালোবাসা কোন সীমারেখা মানে না।


কাছে কিবা দুরে, হৃদয়ের কিনারে, চোখের ইশারায়
ভালোবাসার টানে, জাগে আনমনে শীত কিবা বর্ষায়
মনে সর্বত্র বসন্ত বিরাজমান।


ভালোবাসা হৃদয়ের একটি অনুভুতি, অনুভবে বুঝতে হয়
সুখ দুঃখ ভাগ করে নেয়ার নামই ভালোবাসা
একের প্রতি অন্যের দায়বদ্ধতা।


সব প্রেমই ভালোবাসা না,জোর করে ভালোবাসা হয় না
বিনে সুতোর টানে, বিনে যন্ত্রের গানে হয় ভালোবাসা
স্বার্থ নিয়ে ভালোবাসা কখনো হয় না।
১২/১২/২০২৩ ইং