।। ভালোবাসার রূপ।।
--মহাদেব দাশ
মানব জীবনের সবচেয়ে দীর্ঘতম প্রিয় পথ
হলো হৃদয়ের পথ।
হৃদয়ের সাথে আত্মসমর্থন, আলিঙ্গন করলে
হবে সবচেয়ে প্রিয় পথ ।।
প্রতিটি ইন্দ্রিয় যখন আবেগে তাড়িত হয়
এক শব্দে ভালোবাসা বলি।
জীবনে এ পথটি প্রতিহত যদি করলে
এক জন্ম দিতে হবে বলি।।
কখনো কখনো ভালোবাসা একতরফা হলে
থাকে নিজের মধ্যে।
অসম্পূর্ণতা বাদ দিয়ে পরিপূর্ণতা পেলে
ধরে রাখে কার সাধ্যে।।
ভালোবাসা কি ? তখনই বোঝা যায়
থাকলে ভালোবাসার অভাব।
কি ভয়ংকর সেই ভালোবাসা ? না পেলে
মনে জন্মায়, ঘৃনা ঘৃনা ভাব।।
প্রেম সম্পর্কের মধ্যে জড়ালে, ভালোবাসা
আপনা-আপনি অনুভব হয়।
সত্যিকার অর্থে- ভালোবাসার গভীরতা কতটুকু
হৃদয় বা বিধাতা জানে নিশ্চয়।।
২৬/০৮/২০২২ ইং