ভদ্রবেশী ভদ্রলোক
-মহাদেব দাশ
মাঘের শীতে বাঘ পালায়, পৌষ মাসেতে কাবু
চাদর মাফলার ছেড়ে, এখন আমরা সবাই বাবু।
প্যান্ট শার্টেতে বাবু সেজে ঘুরে বেড়ায় মোরা
বাংলা খাবার ছেড়ে মোদের চাইনিজ টাই সেরা।
চাদর মাফলার দেখে বলি- তোরা খুবই ব্যাকটেডেট
স্মার্ট যুগেও তোরা এখনো-হলি না আপডেটেড।
ঘুরি ফিরি নেশা করি, আমরা কেমন সুধীজন
ভোটের সময় আসলে পরে, সবাই গুনীজন।
মাছ বেশি হলে, বিড়াল নাকি কাটা বেছে খায়
বরযাত্রী গেলে সবাই মোরা ভদ্রলোক সেজে যায়।
মুখোশধারী লেবাসধারী কত না ভদ্রলোক আছে ভাই
নানা অপকর্ম করেও -আজ মাতব্বরিটা আমার চাই।
ঘুষ দূর্নীতি করে অনেকে বড়লোক বনে যায়
চুরি করে আজ সে সাধু সেজে ঘুরে বেড়ায়।
সাধু বাবা চুরি করে চোখে নেই কোন লাজ
ভদ্র সেজে ওয়াজ করে লেবাসটাই সাজ।
০৯/০১/২০২৪ ইং