ভুল সবই ভুল
--মহাদেব দাশ


ভুল সবই ভুল-
এ জীবনের সবটুকুই ভুল
গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার লিখেছেন-
এ জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল
ভুল সবই ভুল।
এ ধরামাঝে আসা যাওয়া সেটাও হয়ত ভুল
কোথায় ছিলাম, কোথায় যাবো আমি-
চিন্তা করাও ভুল।
ভালোবেসে বিশ^াস করা-
সেটা বোধ হয় আর একটা ভুল।
নিজের শরীরটাকে ভালোবাসাও ভুল
খাঁচার পাখি উড়ে গেলে, শুন্য খাঁচার বড়াই কি রে-
এটাও বোধ হয় ভুল।
কি আছে আমার, কি বা পেলাম ?
বাড়ী গাড়ী টাকা পয়সা, কি আছে আমার
মাটির এই দেহ কোথায় বা পড়ে থাকবে
এ চিন্তা করাও ভুল।
শেষ বিচারের দিনে, কি হবে আমার
সেটা ভেবে বসে থাকা
হয়ত বা মস্তবড় ভুল।
১৪/০১/২০২৩ ইং