ভুল শুধুই ভুল
-মহাদেব দাশ
গীতিকার লিখেছিলেন-
ভুল শুধুই ভুল
এ জীবনের প্রতি পাতায় ভুল।
ভুল সে-তো ভুল নয়, অনিচ্ছায় ভুল
পাবে ক্ষমা, হবে জমা তোমারই ফুল।
ভুলে ভরা মুর্হুত, যদি হয় ইচ্ছাময়
মাশুল দিতে হবে, জানো স্বেচ্ছাময়।
ভুল করি জীবন গড়ি, ভুল নিয়ে টানাটানি
জীবনের বেলা শেষ হলো, কখন জানি।
ভুল করতে করতে ভুলের ব্যাপ্তিটা বড়
জীবন খাতার হিসেবটা অনেক নড়বড়।
ভালোবাসার টানে অন্ধ হয়ে করেছি ভুল
হিসেব নিকেশ করে দেখি সবই ভন্ডুল।
সারা জীবনেও হয়ত হবে না ভুলের শেষ
খেসারত গুনতে গুনতে জীবটাই নিঃশেষ।
ভুলে ভুলে কেটে গেল মোর সারাজীবন
ভুলে ভরা জীবন নিয়ে হবে গো মরন।
২৪/০৪/২০২৫ ইং