তোমার সাথে কাঁশবনে হেঁটে বেড়াবো
খুব ইচ্ছে ছিল-
তখনও বিকেল ফুরায়নি
ফুলেরা দোল দিতে দিতে কাছে এল
বললো- একলাই এসো
ছুঁয়ে যাও এই পরাগমাখা তিথি ;


চোখ ছলছল করে উঠলো
তোমার পথ চেয়ে-
একটি সুন্দর মুহূর্তও তোমাকে ছাড়া
পেতে চাইনি-
যেতেও চাইনি কাঁশবনে
জানি একএকটি শরৎ, শীত ও বসন্ত
তোমাকে ছাড়াই পার হবে-
হারিয়ে যাবে
রূপের মাধুরী ভরা প্রীতি ।।